বিনোদন

পয়লা বছরে পা পড়ল রণবীর-আলিয়ার কন্যার

Ranbir Kapoor and Alia Bhatt Daughter’s Birthday

The Truth of Bengal: এক বছরে পা দিল স্টার কিড রাহা। ২০২২ সালের ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে ছোট্ট রাহা। রাহার জন্মদিনে খুশির আবহ গোটা কাপুর ও ভাট পরিবারে। নাতনির প্রথম জন্মদিনে দিদা ও ঠাকুমা আদরে ভরা বার্তা প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়।

ঠাকুমা নীতু কাপুর, পিসি রিদ্ধিমা কাপুরের পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা আছে, “দেখতে দেখতে তার ১ বছর হয়ে গেল। আমাদের ছোট্ট পরী রাহাকে শুভ জন্মদিন। আমরা সকলে তোমায় খুব ভালবাসি”। অন্যদিকে দিদা সোনি রাজদান লেখেন, “মনে হচ্ছে গতকাল তুমি আমাদের মাঝে এসেছো। দেখতে দেখতে চোখের নিমেষে ১ বছর হয়ে গেল। শুভ জন্মদিন রাহা সোনা”।

উল্লেখ্য আলিয়া ও রণবীরের একমাত্র ফুটফুটে মেয়ে রাহাকে এক ঝলক দেখার জন্য বহু প্রতীক্ষায় রয়েছেন রনলীয়ার ভক্তরা। সম্প্রতি আলিয়া এক অনুষ্ঠানে এসে রাহাকে মিডিয়ার সামনে আনার প্রসঙ্গে মুখ খুলেছেন, তিনি জানিয়েছেন রণবীর এবং তার দু জনেরই মন চায় রাহাকে প্রকাশ্যে আনতে, কিন্তু অভিভাবক হিসেবে ভয়ও করে তাঁদের ।

Free Access

Related Articles