বিনোদন

বক্স অফিসে এগিয়ে চলেছে রাজকুমার-ওয়ামিকার ‘ভুল চুক মাফ’, কত আয় করল এই ছবি?

Rajkumar-Wamiqa's 'Bhool Chuk Maaf' is progressing at the box office, how much did this film earn?

Truth Of Bengal: সদই মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে বাড়ছে ছবির আয়। রাজকুমার-ওয়ামিকার কেমিস্ট্রি সঙ্গে কমেডি সবটাই দর্শক টানছে সিনেমা হলে। দ্বিতীয় দিনে, ছবিটির উপার্জনের গ্রাফ অনেকটাই বেড়েছে এবং আশা করা যাচ্ছে সময় যত যাবে ততই বাড়বে ছবির আয়। করণ শর্মা পরিচালিত এই ছবি ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয় করেছিল ৭ কোটি টাকা। দ্বিতীয় দিনে ছবিটির আয় বাড়ে এবং ৯ কোটি টাকার ব্যবসা করে। ছবিটি এখন পর্যন্ত মোট ১৬ কোটি টাকা আয় করেছে।

ইতিমধ্যেই জয়পুর, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে রমরমিয়ে চলছে ভুল চুক মাফ। পাশাপাশি সন্ধ্যা এবং রাতের শোতে এই সিনেমার টিকিট বেশি বিক্রি হচ্ছে। মুক্তির পর থেকে বেশ ভালই সারা মিলেছে দর্শকদের। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভুল চুক মাফ’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ‘বেবি জন’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহওয়া এবং জাকির হুসেন। ছবিতে সঞ্জয় মিশ্রের কাজ বেশ প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগে পহেলগাঁও হামলা ও ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মাঝে ভুল চুক মাফ ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সব বাধা অতিক্রম করে শেষমেশ বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। এখন দেখার বক্স অফিসে কতটা জায়গা করে নিতে পারে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’।

Related Articles