পরীমণির বাড়িতে হঠাৎ হাজির রাজ! কিন্তু কেন? তবে কি বদলাচ্ছে সম্পর্কের নতুন মোড়?
Raj suddenly appeared at Parimani's house! But why? But what is changing the new turn of the relationship?

The Truth Of Bengal : বিয়ের বছর পার হতেই শুরু হয়েছিল নানান জটিলতা। যা গড়িয়েছিল বিচ্ছেদে। আরও দুরত্ব বাড়তে শুরু করেছিল তাঁদের ছেলের জন্মের পর থেকে। কার কথা বলছি বলুনতো? হ্যাঁ, অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন। কথা হচ্ছে শরিফুল রাজ ও পরীমণির।
ছেলের জন্মের পর থেকেই দুজনে সিদ্ধান্ত নেন দুজনে আলাদা থাকবেন। যেমন কথা তেমন কাজ। শেষ পর্যন্ত ছেলে ও স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেন অভিনেতা। বাড়তে থাকে দুরত্ব। তবে এত বছর পর হঠাৎ অভিনেত্রীর বাড়িতে হাজির হতে দেখা যায় অভিনেতা শরিফুলকে। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে চলছিল নানান জল্পনা। তবে, এবার প্রকাশ্যে এল একেবারেই অন্য ছবি। বেশ কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যমের কাছে পরীমণি জানিয়েছিলেন তিনি রাজের মুখ দেখতে চান না। তাঁর কাছে নাকি রাজ মৃত। কিন্তু সুনলে হয়তো অবাক হবেন, সেই পরীমণি নাকি রাজের জন্য রান্না করেছেন।
গুঞ্জন শোনা যাচ্ছে, তাঁদের দুজনের মধ্যে নাকি সম্পর্কের সমীকরণের বদল ঘটেছে। তাই বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর বাড়িতে নাকি নিত্য আসা যাওয়া লেগেই রয়েছে রাজের। সম্প্রতি রাজ অভিনেত্রীর বাড়িতে গেছিলেন কিনা জানতে চাইলে এই কথা নাকি পরীমণি নিজেই স্বীকার করেছেন। শুধু তাই নয়, এই বাংলাদেশি অভিনেত্রী নাকি তাঁর জন্য রান্নাও করেছিলেন। কয়েকটি অনুষ্ঠানেও তাঁদের দুজনকে একসাথে দেখা যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে পরীমণি জানিয়েছিলেন, “অন্য একটি কারনে সে বাড়িতে আসে। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমিও দেখা করতে চাইনি। বারন ছিল যাতে বাড়িতে না ঢোকে। কিন্তু কিছুদিন আগে হঠাৎই ও আমার বাড়িতে আসে। বাড়ি ছাড়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল ওঁর। কাগজপত্র আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেক ক্ষনই ছিল। এলে তো আর বার করে দিতে পারিনা”।
অভিনেত্রী আরও জানান, “পুণ্যও তাঁর সন্তান। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ও ভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’’