বিনোদন

নিজের ফ্ল্যাট বিক্রি করলেন বাদশাপত্নী গৌরী

Queen Gauri sells her flat

Truth Of Bengal: ‘মন্নত’। এক কথায় বলিউড বাদশার রাজ প্রাসাদ। বছরের পর বছর ধরেই শাহরুখ খানের পাকা ঠিকানা এই রাজমহল। স্ত্রী, ছেলে, মেয়ে সকলকে নিয়েই সুখী গৃহকোণ তাদের। কিং খানের ভক্তদের ভিড় সবসময় লেগেই থাকে ‘মন্নত’ এর বাইরে। এছাড়াও বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ এই ‘মন্নত’ এর ব্যালকনি থেকেই সকলের সামনে আসেন তিনি।

সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যতটা জনপ্রিয়তা কিং খানের ঠিক ততটাই জনপ্রিয় তাঁর রাজমহল ‘মন্নত’। সম্প্রতি সেই সখের ‘মন্নত’ ছেড়ে সপরিবারে অন্যত্র ভাড়াবাড়িতে চলে গিয়েছে কিং খান। এর মাঝেই নিজের ফ্ল্যাট বিক্রি শাহরুখ পত্নী গৌরি খানের। সূত্রের খবর, ২০২২ সালের আগস্ট মাসে মুম্বইয়ের দাদর এলাকার পশ্চিমে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন গৌরী খান। তখন সাড়ে ৮ কোটি টাকা দিয়ে সেই অ্যাপার্টমেন্ট কিনতে হয়েছিল তাঁকে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার সেই ফ্ল্যাটই ৩৭ শতাংশ মুনাফা তুলে ১১.৬১ কোটি টাকা বিক্রি করলেন গৌরী। মার্চের ২৮ তারিখ সই-সাবুত করে অ্যাপার্টমেন্টের চাবি তুলে দিয়েছেন ক্রেতার হাতে। জানা গিয়েছে, সেখানে নাকি দুটি পার্কিং স্পেসও ছিল। সেটাও বিক্রি করে দিয়েছেন গৌরি। তবে কি কারণে বাদশা পত্নী নিজের ফ্ল্যাট বিক্রি করলেন সেটা জানা যায়নি।

Related Articles