প্রিয়াঙ্কা নগ্ন দৃশ্য করলে চলবে, আমরা করলে অশ্লীল? ‘হাউস অ্যারেস্ট’ বিতর্কে মুখ খুললেন গহনা
Priyanka should do nude scenes, if we do obscenes? Gehna opens up on 'house arrest' controversy

Truth of Bengal: রিয়্যালিটি শো হাউস অ্যারেস্ট নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। সম্প্রতি এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে শো’র হোস্ট এজাজ খান প্রতিযোগীদের ক্যামেরার সামনে যৌন ভঙ্গিতে অভিনয় করতে বলছেন। এই ঘটনার পর অনেকেই শো বন্ধের দাবি তুলেছেন।
তবে এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেত্রী ও শো’র প্রতিযোগী গেহনা বাসিস্ট। তিনি বলেন, “আমি অনেক ফোন পাচ্ছি—শো বন্ধ করা হোক, কারণ এতে অশ্লীলতা ছড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যারা রাতদিন পর্ন দেখে, তাদের নিয়ে কেন কেউ কিছু বলে না?”
ये हैं gehna Vashisht जो एजाज खान को बचाने आई हैं।#ajaj_Khan #gehnavashisht #housearrest #Bollywood #boycott pic.twitter.com/tIalBySWgL
— 𝐒𝗮𝗻𝗷𝗮𝘆 Mishra (@AskSanjayM) May 2, 2025
গেহনা আরও বলেন, “যখন বলিউডের বড় বড় অভিনেত্রীরা সাহসী দৃশ্যে অভিনয় করেন, তখন কেউ অশ্লীলতার কথা তোলে না। প্রিয়াঙ্কা চোপড়া, রাধিকা আপ্টে বা মন্দাকিনীর মতো অভিনেত্রীদের দেখেও কেউ কিছু বলেন না। তাহলে আমাদের কেন দোষারোপ করা হচ্ছে?”
তিনি জানান, শো’তে কেউ কাউকে জোর করছে না। “সবাই প্রাপ্তবয়স্ক, নিজের ইচ্ছায় অংশ নিচ্ছে। আমিও স্বেচ্ছায় করেছি। এখানে কেউ জোর করে কিছু করাচ্ছে না।”
গেহনার মতে, “যখন বড় বড় ওটিটি প্ল্যাটফর্মে এর চেয়েও সাহসী কনটেন্ট দেখানো হয়, তখন কেউ প্রশ্ন তোলে না। আমরা যদি ছোট শহর থেকে উঠে এসে কিছু করি, তখনই সমস্যা দেখা দেয়।”
Why is the Indian government silent on platforms like ULLU TV?
For years, ULLU has been peddling soft porn under the guise of “OTT entertainment”—with zero content regulation and full access to minors. Shows like House Arrest are just the latest example in a long line of sleaze… pic.twitter.com/cAqBTKq2wO— Citizen MattersX | #ನಾಗರಿಕರ ವಿಷಯಗಳು (@CitizenMattersX) May 1, 2025
তিনি আরও যোগ করেন, “এটা একটা রিয়্যালিটি শো। এর থেকে কেউ শিক্ষামূলক কিছু আশা করলে ভুল করবে। এটা শুধুই বিনোদন।”
এদিকে জাতীয় নারী কমিশন (NCW) এজাজ খান ও উল্লু অ্যাপের সিইও বিভু আগরওয়ালকে তলব করেছে। কমিশনের মতে, ভিডিওতে যা দেখা গেছে তা সত্যি হলে, তা ভারতীয় আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। ৯ মে, ২০২৫ তারিখে তাদের হাজিরা দিতে বলা হয়েছে।