বিনোদন
Trending

গানে গানে স্টেজ কাঁপাল অনুপম-রথীজিত্, ‘প্রধান’-এর মিউজিক লঞ্চে উষ্ণতার পারদ…

Pradhan Movie Music Launch

The Truth Of Bengal: শুক্রবার শহরের এক শপিং মলে উদ্বোধন করা হয় দেবের নতুন ছবি প্রধাণের গান। অনুপমের গলায় ফিরে এসো গানটির ফিতে কাটলো টিম প্রধাণ। ছবির মিউজিক লঞ্চে উষ্ণতার পারদ চড়ালো তাঁর দরদী কন্ঠে স্বয়ং অনুপম।

কিছুদিন আগে তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ঘর বেঁধেPRছেন তাঁর বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এবার তাঁর গলায় ধরা পড়ল একরাশ হতাশা। ফিরে এসো তাসের ঝড় হয়ে যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।তিনি আর কেউ নন,তিনি বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। আর এই গানেই প্রধাণের মিউজিক লঞ্চের আসর মাতালেন অনুপম রায়।

অনুপমের গানটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই এই গানটি ছবি রিলিজের পরেও মানুষের মনে থেকে যাবে। তাই এই গানটিকে ভগবানের দান বলেই মনে করেন ছবির প্রযোজক অতনু রায়।

ছবির মিউজিক লঞ্চে ছবির নায়ক দীপক প্রধাণ ওরফে দেব জানালেন যে টনিক ও প্রজাপতির চেয়েও মানুষের মনে বেশি জায়গা করে নেবে প্রধাণ।

আগামি ২২শে ডিসেম্বর বড়পর্দায় আসছে প্রধাণ। তার আগে শহরের এক শপিং মলে ছবির মিউজিক লঞ্চে সুপারস্টার দেব ও তাঁর প্রধাণ টিমকে দেখে যেভাবে জনতার ঢেউ আছড়ে পড়েছিল তাতে ছবির বক্স অফিসের সাফল্য নিয়ে আশ্বস্ত থাকতে পারেন দেব ও তাঁর গোটা টিম।

Free Access

Related Articles