বিনোদন
Trending

প্রেমের মাসেই মুক্তি পাবে ‘অপারেশন ভ্যালেন্টাইন’, দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ডেবিউ প্রাক্তন বিশ্বসুন্দরির

'Operation Valentine', the debut of the former beauty queen in the southern industry, will release in the month of love.

The Truth Of Bengal; ২০২২-এ বলিউডে সম্রাট পৃথ্বীরাজের পর আগামিবছর দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ডেবিউ করতে চলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরি মানুষী চিল্লার। আগামি বছর তেলেগু ছবি অপারেশন ভ্যালেন্টাইন ছবিতে দেখা যাবে তাঁকে। তেলেগুর পাশাপাশি হিন্দি ভাষাতেও এই ছবিটি মুক্তি পাবে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের দুঃসাহসী কৃতিত্বের অনুপ্রেরণায় তৈরি হয়েছে বরুণ তেজ ও মানুষী চিল্লার অভিনীত এই অ্যাকশন প্যাক্ট ফিল্ম। সদ্য সামনে এল ছবির হিন্দি ট্রেলার।

Free Access

Related Articles