বড়পর্দায় ফের মর্দানি! আবারও ধুন্ধুমার অ্যাকশন লেডি সুপার কপ শিবাণী শিবাজি
Once again the action lady of Dhundhuma is Super Cop Shivani Shivaji

The Truth of Bengal: বড়পর্দায় ফের মর্দানি! আবারও ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে লেডি সুপার কপ শিবাণী শিবাজি রায়কে। আজ এই ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে ঘোষণা করা হল মর্দানি ফ্র্যাঞ্চাজির পরবর্তী ভাগের। ‘মর্দানি’ ও ‘মর্দানি ২’-এর পর আবারও দোর্দণ্ডপ্রতাপ অফিসারের চরিত্রে দেখা যাবে রানি মুখার্জীকে। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা।
দেশজুড়ে জায়গায় জায়গায় প্রতিবাদেও নামছে মানুষ। নারী সুরক্ষা ও নারী স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন। এই নির্যাতন অত্যাচার বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে কীভাবে বহু নারী মাথা উঁচু করে উঠে দাঁড়ায়, এমনই এক প্রেক্ষাপট নিয়ে তৈরি ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজি। মর্দানি কথার বাংলা অর্থ করলে দাঁড়ায় পৌরুষত্ব।
বর্তমান সমাজে দাঁড়িয়ে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের যা কাজ সেই কাজ যে মেয়েরাও সমান তালে করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে সেই বার্তাই দেয় এই ছবি। ‘মর্দানি’ ও ‘মর্দানি ২’ ছবিতেও সেই বার্তাই দেওয়া হয়েছে। এবার আবারও নতুন এক সংগ্রাম নিয়ে বড়পর্দায় আসতে চলেছে ‘মর্দানি ৩’। ছবির কাজ এখনও শুরু হয়নি। তবে ছবিতে ন্যায়পরায়ণ, সাহসী একজন পুলিশ অফিসারের চরিত্রে ফের একবার বাজিমাৎ করবেন রানি, এমনটাই আশা নির্মাতাদের।