বিনোদন

এবার পুজোয় নতুন অবতারে বক্স অফিসে “টেক্কা” দিতে প্রস্তুত দেব

Now in Pooja, I will prepare to "ace" the box office in a new avatar

Truth Of Bengal: টলিউড সুপারস্টার দেবকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের।তার ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন সব অনুরাগীরা। এবার পুজোয় আসছে তাঁর নতুন ছবি টেক্কা। এই থ্রিলার ঘরানা ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ধীরে ধীরে ছবির বিভিন্ন চরিত্রের নাম এবং লুক প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই রুক্মিণী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এনেছে দেব।

এবার নিজের লুক প্রকাশ্যে আনলেন দেব। জানালেন তিনিই হলেন টেক্কার দুনিয়ার জোকার ওরফে জ্যাক! নাম, ইকলাখ। দেব তার সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ঝাড়ু হাতে দাড়িয়ে রয়েছেন দেব । চোখে মুখে  এক অদ্ভুত কষ্টের ছাপ। ক্যাপশনে লেখা রয়েছে ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক …. এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে।’ অভিনেতা আরও লেখেন, ‘মরিয়া হয়ে গেলে আর কোনও নিয়ম মানে না, নিজে নিয়ম বানায়। জ্যাক পথে নামলে শোরগোল তাকেই ফলো করে। ইকলাখের সঙ্গে আলাপ করুন।’

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র লুক এবং চরিত্রের নাম প্রকাশ করা হয়েছে। ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম ইরা। তার  চরিত্র প্রসঙ্গে বলা হয়েছে ‘বোর্ডের রানি যখন খেল দেখায় তখন সকলের খেলা বন্ধ হয়ে যায়’ পাশাপাশি ছবিতে রুক্মিণীর লুকে রয়েছে চমক। ছোট চুল, চোখে সানগ্লাস, হাতে বন্দুক হাতে ধরা দিয়েছেন রুক্মিণী। উল্লেখ্য, ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। রুক্মিণী মৈত্রকে দেখা যাবে পুলিশ অফিসারে চরিত্রে। আগামী ৮ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে টেক্কা। দেব,রুক্মিণী ও স্বস্তিকা ছাড়াও ছবিতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, সৃজা দত্ত, বিশ্বজিৎ ঘোষ, আরিয়ান ভৌমিককে।

Related Articles