বিনোদন
Trending

আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’, পুরাণ ও কল্পবিজ্ঞানের দুর্দান্ত মিশেলে দেখুন তার নতুন ট্রেলার

new trailer of 'Kalki 2898 AD'

The Truth Of Bengal: কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র প্রথম ট্রেলার। আর এবার এল এর সেকেন্ড ট্রেলার। এই ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণ তারকা প্রভাস। নতুন এই ট্রেলার ২ মিনিট ২১ সেকেন্ডের। যেখানে পুরাণ আর কল্পবিজ্ঞানের সাথে ভিজুয়াল এফেক্টসের মিশেল দেখা গেছে। আর এই গল্পের শুরুতেই দেখা যাচ্ছে অশ্বথামা ওরফে অমিতাভ তাঁর হারিয়ে যাওয়া শক্তি পুনরায় ফিরে পাচ্ছে।

একই সাথে খল চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায়, প্রভাস আর অমিতাভকে দেখা যাচ্ছে যুদ্ধে মেতে উঠতে। আর এই দৃশ্যের ভিএফএক্স দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় হবে। এই গল্পের সময় শুরু হচ্ছে ২৮৯৮ এডি থেকে। যেখান থেকে মনে করা হয় কলি যুগের সূচনা হয়েছে। নাগ অশ্বিনের পরিচালিত কল্কি ২৮৯৮ এরই ছবির ট্রেলারটি মুক্তি পেয়েছে ইংরেজি, তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং কর্ণ ভাষায়।

ভারতের সবথেকে দামি প্রজেক্টগুলির মধ্যে অন্যতম এই ছবি। ৭৫ মিলিয়ন ডলারের বাজেটের এই ছবিতে পুরান এবং কল্পবিজ্ঞানের মিশলে তৈরি হাওয়াই সম্পূর্ণ গল্পের মূল চরিত্র দেখা গেছে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রাভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। এবার শুধু এটাই দেখাচ্ছে আগামী ২৭শে জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকমহলে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।

Related Articles