
The Truth Of Bengal : নতুন আবাসন কিনলেন বলিউড ও সাউথ সুপারস্টার আর মাধবন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৩০ হাজার টাকা দিয়ে নতুন বাড়ি রেজিস্ট্রেশন করিয়েছেন তিনি। এছাড়া ১ কোটি ৫ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন।
জানা যায় , ২২ জুলাই এই ফ্ল্যাট কেনার জন্য নিয়ম মাফিক সমস্ত কাজ সম্পন্ন আর মাধবন। বলিউড অভিনেতাদের একাংশের মতে বর্তমানে বাড়ি কেনাই সঠিক বিনিয়োগ পদ্ধতি। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা আর মাধবন।
সূত্র মারফত জানা যায়, মাধবানের নতুন আবাসন মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত। বান্দ্রায় কুরলা কমপ্লেক্সে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এই ফ্ল্যাটের জন্য ১৭.৫ কোটি টাকা খরচ করেছেন আর মাধবান।
একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে , আর মাধবনের কেনা এই নতুন ফ্ল্যাট আয়তনে ৪১৮২ বর্গফুটের। কমপ্লেক্সের একেবারে কেন্দ্রস্থলে রয়েছে এই ফ্ল্যাটে। ওই আবাসনে সুইমিং পুল থেকে শুরু করে পার্কিং এলাকা, কমিউনিটি হল-সহ নানা ব্যবস্থা রয়েছে। বিলাসবহুল জীবনযাপনের দিক থেকে এই আবাসন বান্দ্রা এলাকায় সুপরিচিত। ২২ জুলাই এ এই ফ্ল্যাট কেনার জন্য নিয়ম মাফিক সমস্ত কাজ সেরেছেন মাধবন। ৩০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তিনি।
গত বেশ কয়েক দিনে বাড়ি কিনে বিনিয়োগ করেছেন অনেকেই। অভিনেত্রী কৃতি শ্যানন মহারাষ্ট্রের আলিবাগে ২০০০ বর্গফুটের একটি বাড়ি কিনেছেন। মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির নতুন বাসস্থান। দক্ষিণ মুম্বইয়ের সমুদ্রতট থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার। ২ কোটি টাকা দিয়ে এই নতুন বাসস্থান কিনেছেন অভিনেত্রী এমনটাই সূত্রের খবর।কৃতি ছাড়াও নতুন বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। দশ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন তিনি। আমির খানের সম্পত্তিতেও একটি নতুন বাড়ির সংযোজন হয়েছে বর্তমানে ।