মেলবোর্ন কনসার্টে কেঁদে ভাসালেন নেহা, ক্ষিপ্ত শ্রোতারা, কারণ কি?
Neha bursts into tears at Melbourne concert, audience furious, what is the reason?

Truth Of Bengal: নেহা কক্কর। বলিউড গায়িকার জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশেও। দেশের পাশাপাশি বিদেশেও একের পর কনসার্ট করে চলেছেন নেহা। সম্প্রতি মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন গায়িকা। আর মঞ্চে উঠতেই বিপাকে পড়েন নেহা। কার্যত কেঁদে ভাসালেন গায়িকা।
তবে কি কারণে এই পরিস্থিতি তৈরি হল জানেন কি? আসলে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিল নেহার গানের অনুষ্ঠান। কিন্তু মঞ্চে উঠতে দেরি করেন প্রায় ৩ ঘণ্টা। সন্ধ্যে সাড়ে সাতটায় মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত দশটায়। আর তাতেই ক্ষেপে যান শ্রোতারা। যদিও মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Neha Kakkar crying for being 3 hrs late at a Melbourne show
She also performed for less than 1 hour #NehaKakkar pic.twitter.com/TGyhaeCjpu— Redditbollywood (@redditbollywood) March 24, 2025
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, গায়িকা শুধু কাঁদছেন তাই নয়, উপস্থিত দর্শকদের কাছে ক্ষমাও চাইছেন। নেহা বলেন, ”আপনারা সত্যিই খুব ভালো শ্রোতা। এতক্ষণ ধরে আমার গান শোনার জন্য অপেক্ষা করেছেন। আমি জীবনে কখনও দেরি করে অনুষ্ঠানে যাইনি। কারণ দেরি করাটা আমার খুবই অপছন্দের বিষয়। আমি সত্যিই দুঃখিত। আপনাদের এই সহযোগিতা আমি আজীবন মনে রাখব।”
View this post on Instagram
গায়িকার প্রতিক্রিয়া শুনেই একজন শ্রোতা গর্জে ওঠেন, “আপনি হোটেলে ফিরে যান”। আরেক শ্রোতাকে বলতে শোনা গিয়েছে, “এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।” অপর শ্রোতা বলে ওঠেন, “খুব ভালো অভিনয় করলেন। কিন্তু মনে রাখবেন এটা ইন্ডিয়ান আইডল নয়। আর আপনি শিশু-কিশোরদের সঙ্গে পারফর্মও করছেন না।” সবমিলিয়ে নেহার কনসার্টে দেরি করে পৌঁছানোয় যে বেজায় ক্ষুব্ধ হায়েছিলেন শ্রোতারা সেটা স্পষ্ট।