নতুন বছরে নীল-তৃণার ‘তিলোত্তমা’, সদ্য প্রকাশিত ছবির মোশান পোস্টার
Neel-Trina's 'Tilottama', the newly released motion poster of the new year

The Truth Of Bengal: নতুন বছরে মুক্তি পাবে নীল-তৃনার নতুন ছবি “তিলোত্তমা”। মুখ্য চরিত্রে রয়েছে পরাণ বন্দোপাধ্যায় এবং ঋতব্রত-রাই। বুধবার প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল মোশান পোস্টার। ছবির পোস্টার লঞ্চে চরিত্রের লুকও প্রকাশ করা হল।
ছবির নাম তিলোত্তমা। তাই স্বাভাবিকভাবেই এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছেন পরিচালক সৌম্যজিৎ আদক। তবে শুধু শহরের গল্পই নয়, ছবির চিত্রনাট্যে উঠে আসবে সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্পও। সদ্য প্রকাশ করা হল ছবির মোশন পোস্টার। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের রিয়েল লাইফ কাপল নীল ও তৃণাকে।
এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। আর মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। তবে, এই ছবিতে তাঁরা জুটি বাঁধছেন না।চিত্রনাট্য অনুযায়ী তাঁদের দুজনের ট্র্যাক একেবারেই আলাদা।
নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত ও রাই। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। ছবির পোস্টার লঞ্চে ঋতব্রত হাজির না থাকলেও উপস্থিত ছিলেন নবাগতা রাই। এই চরিত্রগুলি কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে নতুন জীবনের দিশা খুঁজে পায় নতুন বছরে তারই উত্তর দেবে তিলোত্তমা।
Free Access