
The Truth of Bengal: ছোটপর্দার দর্শকদের কাছে প্রিয় জুটি নীল-তৃণা। পুজোয় চুটিয়ে মজা করেছেন টিভি কাপল নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। তৃনীল জুটির পুজো কাটানোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মা দুর্গা কলকাতা থেকে বিদায় নিতে না নিতেই, শহর ছাড়লেন এই দম্পতি। তা কোথায় ভ্যাকেশনে মজলেন তাঁরা?
এয়ারপোর্ট থেকেই ছবি দেওয়া শুরু। সাদা টপে টুইনিং করলেন দুজনে। ক্যাপশনে জানিয়ে দিলেন গোয়া যাওয়ার কথা। গোয়া পৌঁছে উষ্ণতার পারদ চড়ালেন তৃণা। দেখে ভাষা হারিয়েছেন তাঁর অনুরাগীরা। ইনস্টা স্টোরিতে পুলের ধার থেকে একটা ছবি দিয়েছেন। যেখানে পুলের জলে স্নান করতে ব্যস্ত বাংলা মিডিয়ামের অভিনেতা। আর পুলের ধারে বসে বরের সঙ্গে সেলফিটি তুলেছেন তৃণা। সঙ্গে গোয়ার রাত পার্টির মুডও ধরা পড়ল একটি ভিডিয়োতে।
বরাবরই সোশ্যাল মিডিয়াবাসীর হট ফেভারিট নীল আর তৃণা। ভালোবেসে তাঁদের তৃনীল বলে ডাকেন সকলে। ২০২১ সালে বিয়ে করেন নীল আর তৃণা। তবে এই জুটিকে এর আগে পর্দায় দেখা যায়নি একসঙ্গে। এবার আসছেন তিলোত্তমা ছবিতে। পরিচালনায় সৌম্যজিৎ আদক। তৃনীল ভক্তদের জন্য এটা দারুণ সারপ্রাইজ বলা যেতেই পারে।
Free Access