বিনোদন

বোল্ড অবতারে নন্দিনী! নেটপাড়ায় নিন্দার ঝড়!

Nandini in bold avatar! Condemnation storm in Netpara!

The Truth Of Bengal : বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। ইতিবাচক ও নেতিবাচক রোলে তাকে দেখা গেলেও মা জেঠিমাদের চরিত্রেই বেশি অভিনয় করেন অভিনেত্রী। তবে শাড়ি ছেড়ে মনোকিনী পোশাকের ছবি পোস্ট করতেই প্রবল নিন্দার মুখে পড়েন তিনি।

কেউ কেউ আবার অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। তবে বরাবরই নন্দীনিকে শাড়ি, মাথায় সিঁদুর, গা ভর্তি গহনা দেখে অভ্যস্ত দর্শকরা। সেই অভিনেত্রীর হঠাৎ-ই বোল্ড অবতারের ছবি দেখে হতবাক নেটপাড়া। কালো মনোকিনীতে একেবারে স্টাইলিশ অবতারে ধরা দিতেই ধেয়ে এল কটূক্তি।

অভিনেত্রী ছবি পোস্ট করে  লেখেন, ‘ইউ ডোন্ট ওন মি’। তবে অভিনেত্রীর বোল্ড লুক দেখে কটাক্ষ করলেও অনেকেই অভিনেত্রীকে প্রশংসা করেছেন। এদিকে অভিনেত্রীর বোল্ড লুকের ছবি পোস্ট হতেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

FREE ACCESS

Related Articles