বিনোদন

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন মুকেশ আম্বানি!

Mukesh Ambani went to the hospital to see Deepika's daughter!

Truth Of Bengal: বলিউডের পাওয়ার কাপেল দের মধ্য অন্যতম দীপিকা – রণবীর। তাদের নিয়ে প্রায় সময়ে চর্চা হতে থাকে বলিউড অন্দরে। গত ৮ সেপ্টেম্বর গনেশ চর্তুর্থীর পরে মাতৃতের স্বাদ পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বর তাদের সমাজ মাধ্যমে এই  খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে সদ্যজাতের নাম ঘোষণা করেনি দীপিকা – রণবীর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর জন্ম নিতে পারে দীপিকার সন্তান। কিন্তু ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় এক কন্যা সন্তানের। জানা গিয়েছে দীপিকা যে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন , ওই হাসপতালের মালিক স্বয়ং মুকেশ ও নীতা অম্বানী। সোমবার রাতে সদ্যজাত এবং দীপিকাকে হাসপাতালে দেখতে পৌঁছান মুকেশ অম্বানী। প্রসঙ্গত অম্বানী পরিবারের সঙ্গে যে দীপিকা – রণবীরের সম্পর্ক খুবই ভালো। সেটা অন্তত অম্বানীর বিয়ের সময় বোঝা গিয়েছিল।

এদিন হাসপাতালে রণবীরের দিদি রিতিকা ভবানীকে দেখা যায়। জানা যাচ্ছে আরও কিছুদিন হাসপতালে কাটিয়ে বাড়ি ফিরবেন দীপিকা এবং সদ্যজাত।উল্লেখ্য রণবীর এখন পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। চলতি বছর দীপাবলিতে সিংঘম এগেন ছবিতে দীপিকা রণবীরকে এক সঙ্গে দেখা যাবে। এছাড়াও রণবীরকে ডন ৩ ছবিতে দেখা যাবে । ছবির পরিচালনা করবেন ফারহান আখতার।

Related Articles