মুক্তি পেল ‘মেরি ক্রিসমাস’, সমাদৃত ক্যাট-বিজয়ের জুটি
'Merry Christmas', the acclaimed Kat-Vijay duo released

The Truth Of Bengal: শুক্রবার মুক্তি পেল মেরি ক্রিসমাস। এই ছবির হাত ধরে দক্ষিণের সিনেমায় ডেবিউ করলেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে ছিলেন সুপারস্টার বিজয় সেতুপতি। থ্রিলার ও রোম্যান্সের ককটেল কতটা জমল ?
অন্ধাধুন খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন বছরের প্রথমেই দর্শকদের মেরি ক্রিসমাস বলে স্বাগত জানালেন। শুক্রবার মুক্তি পেল মেরি ক্রিসমাস। থ্রিলার, ড্রামা, রোম্যান্স এবং কমেডি সবকিছুই মজুত রয়েছে এই ছবির পরতে পরতে। সাদা-কালোর বদলে ধূসর রঙে বেশি জোর দেন পরিচালক রাঘবন। তাই তো ‘অন্ধাধুন’-এর মতো সিনেমা তৈরি করতে পেরেছিলেন তিনি। তবে এই ছবিতে ধুন কোনও নির্দিষ্ট সুরে বাজে না। বরং এই সুর চরিত্রের সঙ্গে মিশে ভিন্ন এক ছন্দ তৈরি করে।
ছবির শুরু হয় আলবার্ট ও মারিয়ার কাহিনি দিয়ে। চিত্রনাট্য অনুযায়ী বহুদিন পর ক্রিসমাসে বহুদিন পর বাড়ি ফেরে আলবার্ট। এরপর বোম্বের এক সুরাখানায় তাঁর সঙ্গে আলাপ হয় মারিয়ার। দুজনের এই সাক্ষাত্ থেকে প্রেমের সূচনা হয়। কিন্তু মারিয়ার স্বামীর খুনে চির ধরে দুজনের প্রেমের কাহিনিতে। এই টুইস্টে গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। ছবি দেখতে দেখতে এরকম অনেক রোলারকোস্টার রাইডের সম্মুখীন হবে দর্শক। এই রোলারকোস্টার কাটিয়ে শেষপর্যন্ত কখন যে ছবির ক্ল্যাইম্যাক্সে দর্শক পৌঁছে যাবে তা টেরই পাওয়া যাবে না। আর এখানেই পরিচালক শ্রীরাম রাঘবনের মুন্সিয়ানা।
অভিনয়ের ক্ষেত্রে আলবার্টের চরিত্রে বিজয় সেতুপতির কথা আলাদা করে বলার কিছু নেই । প্রত্যেক ছবির মত এই ছবিতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন বিজয়। অন্যদিকে দক্ষিণের প্রথম ছবিতেই বাজিমাত করেছেন ক্যাটরিনা কাইফ। গোটা ছবিতে মারিয়ার চরিত্রে তিনি যেন ডিরেক্টর অ্যাকট্রেস হয়ে উঠেছেন। তার ফল ধরা পড়ে ক্যামেরার প্রতিটা দৃশ্যে। এই ছবির পুরোটাই জুড়ে রয়েছেন ক্যাটরিনা ও বিজয়। এছাড়াও ক্যামিও চরিত্রে রাধিকা আপ্তে ও সঞ্জয় কাপুরও বেশ ভাল অভিনয় করেছেন। এই ছবিকে একেবারেই রাঘবন ঘরানার ছবি বলা যায়। কারণ অন্ধাধুন-এর মত এই ছবির শেষেই রয়েছে আসল চমক। তাই, সাসপেন্সের টুইস্ট অ্যান্ড টার্ন দেখতে নিঃসন্দেহে দেখাই যায় মেরি ক্রিসমাস।
Free Access