মন কাড়ল ‘মন পতঙ্গ’,বেঙ্গলি প্যানারোমা বিভাগে জীবনের আশা-আকাঙখার গল্প…
'Man Patang' in Bengali Panorama Section

The Truth Of Bengal: জাতীয় পুরস্কার জয়ী পরিচালকদ্বয় রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির নতুন ছবি মন পতঙ্গ। জীবনের আশা-আকাঙখার গল্প শোনাবে ‘মন-পতঙ্গ’। এবারের চলচ্চিত্র উত্সবে বেঙ্গলি প্যানারোমা বিভাগে প্রতিযোগিতায় আছে ছবিটি। বুধবার রবীন্দ্র সদনে ছবির প্রিমিয়ার হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হল ছবির কলাকুশলীরা।
‘কালকক্ষ-র পর ফের একবার ছবি নিয়ে হাজির হচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালকদ্বয় রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। ছবির নাম মন পতঙ্গ। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ছবির প্রিমিয়ার হল। তার আগে নন্দনে ছবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শর্মিষ্ঠা জানালেন যে এই ছবির মূল বক্তব্য হল জীবনশক্তি।
অন্যদিকে, পরিচালক রাজদীপের মতে তাদের এই ছবি অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প শোনাবে।মনের আকাঙ্খা গুলো যখন উড়তে শুরু করে তখনই মন হয়ে যায় একটি পাখির মতন। অর্থাত মন-পতঙ্গ।এরকম একটি মনস্তাত্বিক বিষয়ের উপর ছবি বানিয়ে সবাইকে চমকে দিতে চান গোটা ছবির টিম।
শুভঙ্কর ও বৈশাখী ছাড়াও এই ছবিতে অনেকদিন পর দেখা যাবে ব্যান্ডেড কুইন খ্যাত সীমা বিশ্বাসকে। এছাড়াও জয় সেনগুপ্ত, অনিন্দিতা ঘোষ,অনিন্দ্য রায় প্রমুখ অভিনেতারা অভিনয় করেছেন ছবিটিতে। এবারের বেঙ্গলি প্যানারোমা সেকশনের প্রতিযোগিতায় রয়েছে ছবিটি। এদিনের সাংবাদিক সম্মেলনে সকলেই ছবি নিয়ে আশাবাদী হলেও বাংলার সেরা হয় কিনা মন পতঙ্গ তার জবাব দেবে ফেস্টিভ্যালের পুরস্কার মঞ্চ।
Free Access