বিনোদন

ভাঙল প্রেম, বিচ্ছেদের ঘোষণা মল্লিকা শেরওয়াতের

mallika sherawat confirms her break up with boyfriend

Truth Of Bengal: বলিউড জুড়ে একের পর এক বিচ্ছেদের খবর। এবার বিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। দীর্ঘ ৮ বছরের সম্পর্কে ইতি টানলেন মল্লিকা। ২০১৬ থেকে ২০২৪ অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছেন মল্লিকা শেরওয়াত ও তার ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানস। সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবেই ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মল্লিকা শেরওয়াত। তবে কেন সিরিল-মল্লিকার বিচ্ছেদ হল? মল্লিকা জানান, ‘সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল!’

মল্লিকা আরও বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি। বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমছে’। পাশাপাশি নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও কোনও পরিকল্পনা নেই তাঁর। সবমিলিয়ে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ভাঙায় বড্ড একা হয়ে পড়েছেন মল্লিকা। উ

ল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’ ছবি দিয়েই বলিউডে কামব্যাক করেন মল্লিকা। ছবিতে মল্লিকার উপস্থিতি বেশ নজরও কেড়েছে সকলের।

Related Articles