
The Truth of Bengal: বছরের শুরুর দিকেই অস্কারের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছিল দক্ষিণী সিনেমা আর আর আর। এই সিনেমার নাটু নাটু গানটিও গত মার্চ মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে মৌলিক গানের শিরোপা অর্জন করেছিল। বিশ্বমঞ্চে এত বড় সাফল্যের পর ২০২৪ এর অস্কারের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে অফিশিয়াল এন্ট্রি। এরই মধ্যে এবার নাম লেখালো কন্নড় পরিচালক গিরীশ কসরবল্লির ‘২০১৮: এভরিওয়ান ইজ় আ হিরো’ ছবিটি।
প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতের দক্ষিণী রাজ্য কেরল পড়েছিল বন্যার কবলে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেরলের ওই ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছিল ৪৮৩ জনের বেশি মানুষের। নিখোঁজ ছিলেন ১৫ জন। এই ভয়াবহ বিপর্যয়ের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মালয়ালম অভিনেতা টোবিনো থমাস। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকের প্রশংসাও অর্জন করেছিল ‘২০১৮’।
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ২০২৪ সালের অস্কারের জন্য তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছিল চলতি মাসের প্রথম দিক থেকেই। সম্ভাব্য ছবির তালিকায় নাম ছিল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র, আর বাল্কির ‘ঘুমর’, এমনকি কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-ও। পরিচালক অ্যাটলি জওয়ানের সাফল্য দেখে ছবিটিকে অস্কারে পাঠানোর উৎসাহ পেয়েছিলেন । তবে সব ছবিকে পিছিয়ে আগামী বছরের অস্কারের জন্য দৌড়ে টিকে রইল ‘২০১৮’।
Free Access