বিনোদন
ইদে আসছে ‘ময়দান’, প্রথমবার স্পোর্টস বায়োপিকে অজয়
'Maidaan', Ajay's first sports biopic, is coming this Friday

The Truth Of Bengal : ইদে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের স্পোর্টস ফিল্ম ময়দান। ছবি মুক্তির আগে এবার প্রকাশ্যে এল ছবির ফাইনাল ট্রেলার। ছবিতে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ উঠে আসবে। ছবিতে ভারতীয় ফুটবল ইতিহাসের কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এই ছবির হাত ধরে প্রথমবার স্পোর্টস বায়োপিকে অভিনয় করলেন তিনি।
এই ছবির বড় একটা অধ্যায় হল কলকাতার ময়দান। তাই, এই ছবিতে রুদ্রনীল ঘোষসহ একাধিক টলিউডের অভিনেতারা অভিনয় করেছেন। এই ছবির মধ্যে দিয়ে স্বাধীণতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই দিকটিও দেখানো হয়েছে ছবির ফাইনাল ট্রেলারে।