বিনোদন
হঠাৎ তিলোত্তমায় হাজির ধক ধক গার্ল, লাল ব্লেজারে ক্যামেরায় ধরা পড়লেন মাধুরী
madhuri dixit at kolkata

The Truth of Bengal: হঠাৎ ই কলকাতায় হাজির হলেন বলিউডের ধক ধক র্গাল মাধুরী দীক্ষিত। তিনি একা নন বরং সঙ্গে এসেছেন তার স্বামী শ্রীরাম নেনে। আচমকাই কেন কলকাতায় মাধুরী? বহুদিন পর কলকাতায় পা রাখলেন মাধুরী। জানা গিয়েছে জনপ্রিয় এক ব্র্যান্ডের প্রচারেই তার কলকাতায় আসা। তবে বিমানবন্দর থেকে তার গন্তব্য কোথায় তা অবশ্য জানা যায়নি। পরনে সাদা রঙের জামা সাদা ট্রাউজার, জামার ওপরে লাল ব্লেজার। হাতে রয়েছে লাল রংয়ের ব্যাগ। বিমানবন্দরে নামতেই ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি। অন্যদিকে স্বামী শ্রীরাম নেনের পরনে কালো টিশার্ট ও নীল জিন্স।
View this post on Instagram
উল্লেখ্য, কয়েকদিন আগেই কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির আসন্ন ছবি ভুলভুলাইয়া শুটিং শেষ করেছে মাধুরী। হাতে রয়েছে বেশ কিছু সির িজ ও সিনেমার প্রজেক্ট। তারি মাঝে কাজের সূত্রে কলকাতায় আসা।