বিনোদনরাজনীতি

রাজনীতিবিদ থেকে সিনেদুনিয়ায় মদন মিত্র

Madan Mitra

The Truth of Bengal: রাজনীতির দুনিয়ায় বহু আগেই তাকে কালারফুল বয় তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স সত্তরের দোরগোড়ায়। কিন্তু তাতে কি? এখনও  অনেক যুবককে হার মানাবেন রাজনীতিবিদ, এবং বিধায়ক মদন মিত্র। রাজনীতির মঞ্চ যেরকম কাঁপিয়েছেন, সেইসঙ্গে “ওহ লাভলি” তার জনপ্রিয় সংলাপও মুখে মুখে ফেরে। এবার একেবারে নতুন অবতারে বড় পর্দায় আসতে চলেছেন মদন মিত্র। ইভার গ্রিন মদন মিত্র কে দেখা যাবে হরনাথ চক্রবর্তী পরিচালিত ওহ লাভলী ছবিতে। সেই চলচ্চিত্রে ডেবিউ করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আগেই এসেছে ছবির ফার্স্ট লুক। এবারে প্রকাশিত হলো ওহ লাভলির টিজার। এই ছবিতে অ্যাংরি ইয়ং ম্যানের একটি চরিত্রে অভিনয় করছেন মদন মিত্র। চিনি দুনিয়ায় পা রাখার খবর পাওয়া মাত্রই চমকিত গোটা রাজনৈতিক মহল থেকে বাংলা চলচ্চিত্র জগত। পরিচালক ঘটনার চক্রবর্তীর হাত ধরেই বাংলা ছবিতে ডেবিউ করছেন মদন মিত্র। এই ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন মদন মিত্র পাশাপাশি তিনি একজন চাল কলের মালিকও। শুক্রবার ছবির প্রথম ঝলকেই মদন মিত্র দেখা দিলেন সাদা জামা, চোখে হলুদ রোদ চশমা এবং হাতে বন্দুক নিয়ে।

রাজনীতির দুনিয়ার মত এবার সিনেমার পর্দাতেও ম্যাজিক দেখাবেন মদন মিত্র এমনই দাবি করেছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। ছবিতে থাকছেন নবারকত রিক ও রাজ নন্দিনী।  প্রযোজনা সংস্থা সাথী ফিল্মস এর তরফে ভিডিও পোস্ট করা হয়েছে আর সেই ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়ার ভাইরাল তাতে ক্যাপশনে লেখা “একরাশ চমক নিয়ে আসছে হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ওহ লাভলী”।

Related Articles