বিনোদন

রণবীরের ব্যক্তিত্বে মুগ্ধ লভলিনা, দেখুন ভাইরাল ভিডিও

Lovelina is impressed with Ranveer's personality, watch the viral video

Truth Of Bengal: ২০২৪ গেমস থেকে ভারতের অলিম্পিক এবং প্যারালিম্পিক ক্রীড়াবিদদের সম্মান জানাতে আয়োজিত সাম্প্রতিক ইভেন্টে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। যাদের মধ্যে রণবীর সিং-ও  ছিলেন। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বরাবরই মজা করতে ভালোবাসেন রণবীর সিং। মাতিয়ে রাখেন সকলকে। এদিনের অনুষ্ঠান থেকেও সেই ছবি ধরা পড়লো। দেখা যায়, ইভেন্ট চলাকালীন ভারতীয় বক্সার এবং অলিম্পিক পদকজয়ী লভলিনা বোরগোহাইনের সঙ্গে মজা করেন অভিনেতা। লভলিনা সেই ভিডিও ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় লভলিনাকে হাসিমুখে অভিনন্দন জানাচ্ছেন। তারপরেই লভলিনা রণবীরকে ঘুষির মারার অভিনয় করেন। রণবীরও কম যান না। তিনি পড়ে যাওয়ার ভান করে হাস্যকরভাবে প্রতিক্রিয়া জানান। এরপই একে অপরকে আলিঙ্গন করেন এবং সেলফি তোলেন।

লভলিনা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন,”Love to see the real life personality”।   ক্যাপশনে রণবীর সিং-কে ট্যাগ করতে ভোলেননি পদকজয়ী ভারতীয় বক্সার।

এই ভিডিও দেখে ভক্তরা প্রসংশায় ভরিয়ে দিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, “ভারতের গর্ব লভলিনা বোরগোহাইন।” অন্য একজন লিখেছেন, “তোমার জন্য গর্বিত বোন ।” তৃতীয় একজন ভক্ত যোগ করেছেন, “এক ফ্রেমে দুই প্রিয় ব্যক্তি।”

সম্প্রতি বাবা হয়েছেন রণবীর। তারপর থেকে বলা যায় পিতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন তিনি। বর্তমানে রণবীর সিং তার আসন্ন প্রজেক্ট ‘সিংহাম এগেইন’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা যায়, ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে রণবীরের পরবর্তী ছবি ৷ রোহিত শেট্টি পরিচালিত ছবিটিতে অজয় ​​দেবগন সহ একটি সমন্বিত কাস্ট রয়েছে৷ শীর্ষক চরিত্রে দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ।