বিনোদন

প্রয়াত চিত্র পরিচালক সঞ্জয় গাধভি! জন্মদিনের ৩ দিন আগেই মৃত্যু!

Late film director Sanjay Gadhvi! Death 3 days before the birthday!

The Truth Of Bengal : প্রয়াত হয়েছেন ‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি। রবিবার নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে পরিচালকের। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই মৃতু সঞ্জয় গাধবির। মৃত্যুকালীন পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। জন্মদিনের মাত্র ৩ দিন আগে চিরবিদায় নিয়েছেন চিত্র পরিচালক সঞ্জয় গাধবি।

২২ শে নভেম্বর ছিল পরিচালকের জন্মদিন। জন্মদিনের আগেই  পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার। পরিচালকের এক স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পরিচালক সঞ্জয় গাধবি  যশ রাজ ফিল্মসের  ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির ধুম ও  ‘ধুম ২’- ছবি  পরিচালনা করেছিলেন তিনিই।

এছাড়াও ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’ ও ‘আজব গজব লাভ’ ছবিটি পরিচালনা করেছেন। এহেন জনপ্রিয় চিত্র পরিচালকের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

FREE ACCESS

Related Articles