ফের শোকের ছায়া টলিপাড়ায়, প্রয়াত বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক
Late famous actress Anjana Bhowmik

The Truth of Bengal: প্রয়াত হলেন বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শুক্রবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার ১০ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অঞ্জনা ভৌমিক। শুক্রবার রাতে অভিনেত্রীর শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়িমা এবং নীলাঞ্জনা ভৌমিকের মা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ টলিপাড়ার দাপুটে ব্যক্তিত্বরা এই মুহূর্তে যিশু-নীলাঞ্জনার পাশে হাসপাতালেই রয়েছেন।
ফের শোকের ছায়া টলিপাড়ায়। চলতি বছর মোটেও ভালো কাটছে না বাংলা চলচ্চিত্র জগতের। প্রসঙ্গত চলতি বছরের গত ২৭ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার। এবার ফের এক নক্ষত্রের পতন। উত্তম কুমারের অন্যতম এক নায়িকা অঞ্জনা ভৌমিক শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মাত্র ২০ বছর বয়সে সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। ‘অনুষ্টুপ চন্দ’ থেকে শুরু করে ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে বাংলা চলচ্চিত্র সম্পর্কে একটি আলাদা ছাপ ফেলেছিল।