বিনোদন

হাসপাতালে ভর্তি লহমা, করতে হয়েছে অস্ত্রোপচারও

Lahma admitted to hospital, had to undergo surgery

Truth Of Bengal: হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়ে লহমা নিজেই তাঁর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। অনেকেরই প্রশ্ন অভিনেত্রীর ঠিক কী হয়েছে?

সমাজ মাধ্যমে অভিনেত্রী লহমা ভট্টাচার্য লিখেছিলেন, ‘শ্যুটিংয়ের দিনটা অন্যরকমভাবে পরিকল্পনা করা হয়েছিল। তবে ঘটল অন্যরকম। তবে দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচারও হয়ে গিয়েছে। আমাকে আরও শক্ত হতে হবে।’ জানা গেছে, মঙ্গলবার পরিচালক প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবিটির একটা গানের শ্যুটিং চলাকালীন সেখানে হঠাৎই নাচতে গিয়ে অভিনেত্রীর একটা নখ পায়ের আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায়, পরে তা অস্ত্রোপচার করে সারিয়ে তোলা হয়।

বর্তমানে অভিনেত্রী ভালো আছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, জিৎ-র ‘রাবণ’  ছবির মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করেছিলেন লহমা ভট্টাচার্য। পরবর্তীতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল পরমব্রত-আবিরের সঙ্গে ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে।

তবে এবারে প্রতীম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ছবি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ ছবিতে রয়েছেন লহমা। এক সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর বড়দিনের আগেই ছবিটি মুক্তি পেতে পারে।

Related Articles