বিনোদন

খুন বাবা সিদ্দিকি, নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ সলমন খানের পরিবার

Khun Baba Siddiqui, Salman Khan's family close to ex-minister worried about security

Truth Of Bengal: বাবা সিদ্দিকি খুনের পর নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে বলিউড তারকা সলমন খানের পরিবার। কারণ, যেমনটা জানা যাচ্ছে বাবা সিদ্দিকী খুনের পেছনে হাত রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার দুই দুষ্কৃতী এই স্বীকারোক্তি দিয়েছে। কার্যত, যেহেতু বাবা সিদ্দিকির সঙ্গে ভাইজানের ভালো সিম্পর্ক ছিল। এছাড়া কিছুদিন আগেই সলমনের বাড়িতে হামলা চলেছিল। তাই এখন আতঙ্কের দানা বেঁধেছে সলমনের পরিবারে।

দশেরা পালনে মেতে উঠেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। সমাজ মাধ্যমে সবাইকে শুভেচ্ছা বার্তাও দেন। তার কিছুক্ষন পরেই মেলে দুঃসংবাদ। জানা যায়, পুত্র জিশান সিদ্দিকি বিধায়ক, আর তাঁর দফতরের সামনেই আনন্দের সাথে দশেরার বাজি ফাটাচ্ছিলেন প্রাক্তন মন্ত্রী। এমন সময় হামলা ছালায় আততায়ীরা। গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবা সিদ্দিকি। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে লীলাবতী হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেও হল না শেষ রক্ষা। মাঝ রাস্তায় প্রাণ হারালেন এনসিপির অজিত পওয়ার শিবিরের নেতা।

বিগ বসের শুটিং চলাকালীন খবর পান সুলতান। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে ছুটে যান হাসপাতালে। সলমন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, সপরিবার শিল্পা শেট্টি-সহ বলিউডের তারকারা। কিন্তু যেহেতু আগেই হামলা হয়েছে সলমনের বাড়িতে এবং বারংবার হুমকি আসছে সেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে, তাই সব মিলিয়ে বাড়ানো নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে সলমন খানের পরিবার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের হাত ছেড়ে অজিত পওয়ারের এনসিপি দলের হাত ধরেছেন ৬৬’র বাবা সিদ্দিকি। তিনি তিনবারের বিধায়ক, বর্তমানে তাঁর ছেলেও একজন বিধায়ক। কিন্তু প্রশ্ন উঠছে কেন এভাবে খুন হল বর্ষীয়ান নেতা? অবশ্য তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। তদন্তের স্বার্থে চারটি স্পেশাল টিমও গঠন হয়েছে। দুই অভিযুক্তের মধ্যে একজন হলেন হরিয়ানার বাসিন্দা কর্নেল সিং, আর একজন হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ধরমরাজ কাশ্যপ।

Related Articles