করিশ্মার শেয়ার করা ছবিতে সামনে এলো সাক্ষীর সিগারেটে টান, মুহুর্তের মধ্যে ভাইরাল
Karisma's shared picture of Sakshi's cigarette came to the fore, which went viral in no time

Truth Of Bengal: ব্যস্ত সময় থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে গ্রিসে ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষীর গ্রিসে একসাথে সময় কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে জায়গা করে নিয়েছে। ছবি সামনে আসতেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাক্ষীকে সিগারেটে আগুন ধরাতে। এদিকে বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। আর সেখান থেকেই নেটিজেনদের নজরে চলে আসে সাক্ষীর সিগারেটে আগুন ধরানোর ছবি। করিশ্মার শেয়ার করা ছবিগুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে, ধোনির স্ত্রী সাক্ষী ও করিশ্মা গ্রিসের মনোরম পরিবেশে একসাথে সময় কাটাচ্ছেন। তবে সাক্ষীর সিগারেটে আগুন ধরানোর ছবি সামনে আসতেই প্রতিক্রিয়ার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
In #KarishmaTanna ‘s insta story from Mykonos, and it seems that Mrs. Thala #SakshiDhoni wife of #MahendraSinghDhoni also smokes, and they both are attending the same event as Ms. #KritiSanon . pic.twitter.com/KnQEJ7wyAa
— PitchAndPopcorn (@RajnilSarma99) August 31, 2024
এছাড়াও করিশ্মা সাক্ষীর সাথে সেলফি তুলে পোস্ট করেছেন। তবে সাক্ষীর সিগারেটে আগুন ধরানোর ছবি এই প্রথম নয়, এর আগেও কলেজে সাক্ষীর ধূমপানের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়ে ছিল। এতো গেলো সাক্ষীর কথা।মাঝে ধোনিকে একটি পার্টিতে হুক্কা খেতেও দেখা গিয়েছিল। সেই ছবিটি সোশাল মিডিয়াতে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিল ছবিটি। যদিও শেষমেশ এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সাক্ষী বা এমএস ধোনি কাউকেই। তাঁরা দুজনেই বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট করতে পচ্ছন্দ করেন না। এমনকি তাঁরা সোশ্যাল মিডিয়াতেও খুব একটা বেশি ছবি পোস্ট করেন না।