
The Truth of Bengal: ২০২২-এ আমির খানের লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার পর গত বছর ওটিটি-তে ডেবিউ করেছিলেন করিনা কাপুর খান। ‘জানে জান’ সিরিজটি ঘুরিয়ে দিয়েছিল তাঁর ভাগ্যচক্র। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাওয়াতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন করিনা। সিরিজে তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মন কাড়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছিল।
এবার তিনি ফিরতে চলেছেন বড়পর্দায়। তবে বলিউডে নয়, একেবারে দক্ষিণি ছবিতে। খবরের সূত্র অনুযায়ী, সুপারস্টার যশের বিপরীতে বিগ বাজেটের টক্সিক ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির চিত্রনাট্য লেখা হয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলারের প্রেক্ষাপটে। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বেবোকে।
প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত। গীতু মোহনদাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘টক্সিক’। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনে গিয়ে রেইকি সেরে এসেছেন ‘কেজিএফ’ তারকা যশ। এই বছর শুটিং শুরু হওয়ার পালা। উল্লেখ্য, ‘টক্সিক’-এর সুবাদেই দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে করিনা কাপুর খানের।