বিনোদন
Trending

কান্তারা এবার আরও বেশি ভয়াবহ ও রোমাঞ্চকর, আসছে কান্তারা চ্যাপ্টার ওয়ান…

Kantara Chapter One is coming

The Truth Of Bengal: কান্তারার পর এবার আসতে চলেছে ছবির প্রিক্যুয়েল কান্তারা চ্যাপ্টার ওয়ান। মুক্তি পেল ছবির ফার্স্টলুক।

যে টিজ়ার সামনে এল, তা কেবল শুধুমাত্র মোশন টিজ়ারই নয়, দর্শকদের কাছে যেন এক ভিন্নস্বাদের অভিজ্ঞতা।এবার আরও বেশি ভয়াবহ ও রোমাঞ্চকরভাবে আসতে চলেছে কান্তারার এই প্রিক্যুয়েল।

রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে নেটপাড়ায়।তামিলসহ মোট ৭টি ভাযায় আসতে চলেছে ছবিটি। যার মধ্যে বাংলাভাষাও রয়েছে।

২০২১ সালে মুক্তি পেয়েছিল, কান্তারা। এই ছবি মুক্তির ১০০ দিনের মাথায় খবর এসেছিল প্রকাশ্যে, যে আসতে চলেছে ঋষভ শেট্টি অভিনীত এই ছবির আগের অংশ। তবে থেকেই অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। এবার সামনে এল সেই ছবির প্রথম লুক।

Free Access

Related Articles