বিনোদন

বড়পর্দার পর এবার ওটিটিতে ‘কল্কি’ ঝড়, ২২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’

Kalki 2898 AD is releasing on Netflix on August 22

Truth Of Bengal : বড়পর্দায় মুক্তির পর বক্স অফিসে ব্যপক ঝড় তোলে ‘কল্কি ২৮৯৮ এডি’। বড়পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে প্রস্তুত ‘কল্কি’। যারা সিনেমা হলে গিয়ে এই ছবি দেখতে পারেননি বা ২য় বার এই ছবির মজা নিতে চান তাঁদের জন্যই শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসছে কল্কি।

দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড ডিভা দীপিকা পাডুকোন অভিনীত কল্কি ২৮৯৮ এডি বড়র্দায় মুক্তির আগেই গোটা দেশে ব্যাপকভাবে সাড়া ফেলে। নাগ অশ্বিন পরিচালিত এবং বৈজয়ন্তী মুভিজের প্রযোজনায় তৈরি এই ছবি ২৭ জুন বড়পর্দায় মুক্তি পায়। বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করে ছবিটি। ছবির মেন আকর্ষণ ছিলেন অশ্বত্থামারূপী অমিতাভ বচ্চন। ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হন ৮ থেকে ৮০ সকলেই। ছবিতে কমল হাসান ও শাশ্বত চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।

২৭ জুন বড়পর্দায় হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায় ছবিটি। প্রায় ৬০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে ১১০০ টাকা আয় করে। এবার আগামী ২২ অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। নেটফ্লিক্সেও এই ছবি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দিতে মুক্তি পাবে।

Related Articles