বিনোদন

সিধু মুসেওয়ালার মতোই সালমানকে প্রাণে মারার ছক! হাড়হিম করা তথ্য চার্জশিটে

Just like Sidhu Musewala, Salman is about to die. The aforesaid information is in the charge sheet

The Truth Of Bengal : সিধু মুসেওয়ালার মতোই বলিউডের ভাইজানকে প্রাণে মারার ছক। পুলিশের চার্জশিটে হাড়হিম করা তথ্য। সালমান খানের বাড়িতেই হামলার ঘটনা নিয়ে গত সপ্তাহেই পানভেল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫০ পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে পুলিশ। যেখানে সলমান খানকে হত্যার পরিকল্পনার সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার স্টাইলে পুরো পরিকল্পনাটি করা হয়েছিল বলে দাবি। লরেন্স বিষ্ণোই গ্রুপের সদস্যরা বলিউড সুপারস্টারকে হত্যার ষড়যন্ত্রের বিবরণ দিয়েছে তাই চার্জশিটে তুলে ধরেছে পুলিস।

৩৫০ পৃষ্ঠার এই চার্জশিটে সালমান খানকে কখন, কীভাবে খুন করার পরিকল্পনা করা হয় তার উল্লেখ রয়েছে। এমনকি কোন অস্ত্র দিয়ে খুন করা হবে তারও উল্লেখ রয়েছে। সূত্রের খবর, সলমান খানকে হত্যার পরিকল্পনায় পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র আনানোর ব্যবস্থাও করা হয়েছিল বলে মনে করা হয়েছিল।যার মধ্যে মোবাইল ফোনের প্রযুক্তিগত ব্যবহার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, টাওয়ারের লোকেশন এবং অডিয়ো এবং ভিডিয়ো কলও রয়েছে। এছাড়াও চার্জশিটে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৫ সদস্যের নামও উল্লেখ রয়েছে। ৫ সদস্যের নাম হল ধনঞ্জয় তাপসিং ওরফে অজয় কাশ্যপ, গৌতম বিনোদ ভাটিয়া, ওয়াসপি মেহমুদ খান ওরফে চিনা, রিজওয়ান হাসান ওরফে জাভেদ খান এবং দীপক হাওয়াসিং ওরফে জন বাল্মিকি।

এর আগেও বহুবার প্রকাশ্যে এসেছে অভিনেতাকে একের পর এক হুমকি, নানা ধরণের বিপদে ফেলার পর এবার প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা এবং ভয় দেখানোর ধারায় অভিযোগ আনা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সালমানের বাড়িতে হামলার পরই জোরকদমে শুরু হয় তদন্ত। সেই সময় পানভেল পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা নিতিন ঠাকরে সলমান খানের উপর পরিকল্পিত হামলার বিষয়ে তদন্ত শুরু করেন। এই হত্যাকাণ্ডটি চালানোর জন্য লরেন্স বিষ্ণোই তাঁর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে ২৫ লাখ টাকার চুক্তি করেছিলেন বলেও জানা যায়।

Related Articles