বিনোদন

কচি-কাঁচাদের বর্ণময় অনুষ্ঠানে উঠে এল জঙ্গল ও বন্যপ্রাণী

Jungle and wildlife come to the fore at the colorful event of the young and old

Truth Of Bengal: অসীম কুমার মিত্র: বর্তমান কালে খুদে শিশুদের অত্যাধুনিক পদ্ধতিতে লেখাপড়া শেখার এক বিশ্বস্ত সংস্থার নাম ‘ইউরোকিডস্’। ভারত তথা বিশ্বের বহু দেশে ছড়িয়ে রয়েছে এর শাখা-প্রশাখা। তেমনই এক শাখা রয়েছে হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত খোড়প গ্রামের শিবতলায়।

নিজস্ব চিত্র

গত ২৩ মার্চ, রবিবার ইউরোকিডস্ আমতা শাখার উদ্যোগে খোড়প শিবতলায় আশা চাইল্ড অ্যাকাডেমি ভবনে প্রি-স্কুল কচি কাঁচাদের নিয়ে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। তাদের দ্বিতীয় বার্ষিক ও স্নাতকোত্তর দিবস উদযাপনে উপস্থিত ছিলেন কচি কাঁচাদের বাবা-মায়েরাও। এই অনুষ্ঠানের থিম ছিল ‘জঙ্গল’ যা বন্যপ্রাণীর বিস্ময়কে জীবন্ত করে তুলেছিল। মঞ্চে নানান জীবজন্তুর বেশে খুদে পড়ুয়াদের সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে নাচ ও অভিনয় দেখে হলে উপস্থিত সকল দর্শকই মোহিত হলেন।

নিজস্ব চিত্র

খুদে শিল্পীদের অভিনীত ‘জিরাপরা নাচতে পারে’ নামক একটি হৃদয়গ্রাহী নাটক সকল শ্রোতাদের যেন মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। তাদের এই পরিবেশনা যেন আত্মবিশ্বাস, অধ্যাবসায় ও নিজের স্বতন্ত্রতাকে আলিঙ্গনের সুন্দর বার্তা দিয়ে যায়। খুদে শিল্পীরা প্রানবন্ত জঙ্গলের পরিবেশ এবং তার বৈচিত্র্যময় চরিত্রগুলিকে চিত্রিত করে খুবই সাবলীলভাবে মঞ্চে উঠেছিল। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষিকা এবং অন্যান্য অতিথিগন শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস দেখে ভীষণ রোমাঞ্চিত হয়েছিলেন।

নিজস্ব চিত্র

ইউরোকিডস্ আমতা শাখার সর্বময় কর্তা বনমালী পাত্র, শিক্ষিকাগণ- মধুরিমা পাত্র, মধুপর্ণা পাত্র, রিম্পা দাস, স্নেহা খাতুন ও অয়ন্তিকা ঘোষালের সুযোগ্য পরিচালনায় ইউরোকিডস্ আমতা শাখার কচি কাঁচাদের এই বাৎসরিক অনুষ্ঠান ভীষণ প্রাণবন্ত ও বর্ণময় হয়ে উঠেছিল, যা এখানকার শিক্ষার্থীদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

নিজস্ব চিত্র

Related Articles