বিনোদন

জনের ক্ষিপ্রতা কোন ছবির আভাস দিল?

John's quickness gave a glimpse of a picture?

The Truth of Bengal: এক বছর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল জনকে। এবার পরিচালক নিখিল আডবাণীর বেদাতে নায়কের ভূমিকায় দেখা গেল তাঁকে। আগামি ১২ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘বেদা’। তার আগে আজকের বিনোদনের সাতকাহনে জেনে নেওয়া যাক ছবির গল্প।

চলতি বছর জন আব্রাহামের মোস্ট অ্যাওয়েটেড ছবি বেদা মুক্তি পাবে আগামি জুলাই মাসে। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। ছবির টিজারে একমুখ ভর্তি দাড়ি। চোখের চিতার মতো ক্ষিপ্রতা নিয়ে এক দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিলেন জন আব্রাহাম। জনের সঙ্গে এই ছবিতে রয়েছেন শর্বরী ওয়াঘা ও অভিষেক ব্যানার্জি।

বেদা হল একজন ব্যক্তির শক্তি এবং সাহসিকতার গল্প। এটি একটি বিদ্রোহের গল্প, একটি কঠোর ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার গল্প। এটি এমন এক যুবতীর গল্প যে একজন পুরুষকে তাঁর লড়াইয়ে সামিল করেছিল এবং পরবর্তীকালে সেই পুরুষ তার অস্ত্র হয়ে ওঠে। এই ছবিতে সেই মেয়ের চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘা। এবং সেই পুরুষের চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। মেয়েটির লড়াইয়ে জন কাভাবে তাঁকে সাহায্য করে তাই উঠে আসতে চলেছে নিখিল আদবানীর এই ছবিতে।

ছবির টিজারে জনকে বেশ হিংসাত্মক অবতারে দেখা গেল। তাঁর পিছনেই রয়েছেন শর্বরী। তাঁর মুখ রুক্ষ, চোখে জল। “বাটলা হাউস” এর পর ফের পরিচালক নিখিল আদবানির সঙ্গে কাজ করছেন জন আব্রাহাম। আগামি ১২ জুলাই আসছে বেদা। পাঠানের পর ফের একবার জনের অ্যাকশন স্টান্ট দেখার জন্য এখন থেকেই যে তাঁর ভক্তরা প্রহর গুনছে তা বলাইবাহল্য।

Related Articles