বিনোদন

আসছে জিতুর তিনটি ছবি

Jeetu has three upcoming films

Truth Of Bengal: সময়টা বেশ ভালই যাচ্ছে টলিউড অভিনেতা জিতু কমলের। হাতে রয়েছে একের পর কাজ। বলা যায় বর্তমানে কাজ নিয়ে ভীষণই ব্যস্ত জিতু। সামনেই তিনটি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতাকে। সবকটিই ‘এসকে মুভিজ’-এর ব্যানারে। জানা গিয়েছে, খুব শীঘ্রই ‘এসকে মুভিজ’-এর ব্যানারে আসতে চলেছে ১৮ টি ছবি। যার মধ্যেই তিনটি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে জিতু কমলকে। বলাই যায় ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে আছেন অভিনেতা।

ইতিমধ্যেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জিতু। চলতি নভেম্বরের গোড়া থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। অন্যদিকে কমলেশ্বর মুখোপাধ‌্যায় পরিচালিত ‘আমি আমার মতো’ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন জীতু কমল। যেখানে শ্রাবন্তী চট্টোপাধ‌্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়াও কমলেশ্বরের এই সিনেমার অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে।

ইতিমধ্যেই লন্ডনে শুটিং করে এসেছেন তারা। আরও জানা যাচ্ছে, ‘এসকে মুভিজ’-এর ব্যানারে আসছে আরও একটি ছবি। নাম ‘আপনজন’। এই রোমান্টিক পারিবারিক ড্রামার প্রধান চরিত্রেও থাকছেন জীতু। যে ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে পায়েল সরকারকে। ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।এখানেই শেষ নয়, শ্রাবন্তীর সঙ্গে আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন জিতু। ছবির নাম ‘আমি আমার মতো’। সবমিলিয়ে বলা যায় টলিউডের প্রথম সারির একের পর এক অভিনেত্রীদের সঙ্গে কাজ নিয়ে ব্যস্ত জিতু।

Related Articles