বিনোদন

বিপ্লবীর জীবন্ত দলিলে ‘জাগো রে বাঘা’ 

Bagha Jatin

The Truth of Bengal: গানের পরতে পরতে দেশপ্রেম চুঁইয়ে পড়েছে। দেশ স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত বিপ্লবী কীভাবে তাঁর সহযোদ্ধাদের নিয়ে ইংরেজ সরকারের বিরোধিতা করে গিয়েছেন, তার জীবন্ত দলিল এই ছবি, ছবির গান।ইমন চক্রবর্তী ও স্নিগ্ধজিৎ ভৌমিক গেয়েছেন এই গানটি। এর স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বাঘাযতীন। আর সেই আবেগকেই ফুটিয়ে তোলা হয়েছে গানে। গানটি তৈরি করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়।

এই গানটির মধ্যে দিয়ে তুলে ধরা হয় দেশের প্রতি স্বাধীনতা সংগ্রামীদের ভালবাসা, আবেগ ও স্বাধীনতা পাওয়ার জেদকে। পুজোর সঙ্গে বাংলার বিপ্লবীরা যোগাযোগ নিবিড়। সেই সময় তাঁদের কাছে পরাধীন দেশমাতৃকা দেবী দুর্গা রূপে পূজিত হতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরও অনেক বিপ্লবীকে সেই সময় দুর্গাপুজোয় সরাসরি অংশ নিতেন।

সম্ভবত সেই ভাবনা থেকেই পুজোয় ‘বাঘাযতীন’ মুক্তির কথা ভেবেছেন প্রযোজক-অভিনেতা-সাংসদ। ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক অরুণ রায়ের পুজোর ছবি। দেবের কথায়, ‘‘দেশকে ভালবাসলে স্মরণ করতে হবে দেশের সমস্ত বিপ্লবীকে। কারণ, এঁরা আত্মত্যাগ না করলে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না।’’

Free Access

Related Articles