বিনোদন
Trending
বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো ইশক ভিশক রিবাউন্ড, প্রশংসা পেলনা দর্শক মহলে
Ishq Vishk Rebound flopped at the box office, not appreciated by the audience

The Truth Of Bengal: মাত্র ৩ দিন হল বড় পর্দায় মুক্তি পেয়েছে রোহিত শ্রফ, পশমিনা রোশন, জিবরান খান এবং নাইলা গ্রেওয়াল অভিনীত ছবি ইশক ভিশক রিবাউন্ড। এই ত্রিকোণ প্রেমের গল্পের হাত ধরে বলিউডে নিজের ডেবিউ করেছেন গ্রীক গড হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।
তবে ছবিটি মুক্তি পাওয়ার পরে ৩ দিন কেটে গেলেও তেমন সাড়া ফেলতে পারেনি দর্শক মহলে। বলা চলে একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর তার প্রমাণ পাওয়া যাচ্ছে ছবির বক্স অফিস কানেকশনে। অবিনাশ ধর্মাধিকারী পরিচালিত রমেশ তৌরানি প্রযোজিত এই ছবির মোট বাজেট ছিল ২০ কোটি রুপি।
এদিকে ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম দিনে আয় করেছিল মাত্র ১ কোটি টাকা। এরপর দ্বিতীয় দিনে আয় হয় মাত্র ১.২ কোটি টাকা। আর তৃতীয় দিনে ছবিটি আয় করেছে মাত্র ১.৪০ কোটি টাকা। অর্থাৎ ছবি মুক্তি পাওয়ার ৩ দিনে মোট আয় ৩.৫৫ কোটি টাকা।