বিনোদন

ছোটপর্দায় আসছেন ইন্দ্রাণীকন্যা রাজনন্দিনী

Indrani's daughter Rajnandini to make small screen debut

Truth Of Bengal: নৃত্যশিল্পী রাজনন্দিনী পালের অভিনয়ের জার্নি শুরু করেছিলেন বড় পর্দা থেকে। একের পর এক ছবি, সিরিজে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে রাজনন্দিনী। সিরিজ, সিনেমার পর ছোটপর্দায় আসছেন ইন্দ্রাণীকন্যা। ‘রাণী ভবানী’ ধারাবাহিকে অভিষেক হয়েছে তাঁর।

ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। রাজনন্দিনীর মতে, ছোট পর্দায় কাজ করলে দর্শকদের মনে জায়গা করে নেওয়া অনেক সহজ। নতুন সিরিয়াল খুশি অভিনেত্রী রাজনন্দিনী। ইতিমধ্যেই অভিনেত্রীর নতুন প্রোমো দেখে নিয়েছে দর্শকেরা। প্রোমো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

রাজনন্দিনী পাল তিনি নিজে মনে করেন, কোন মাধ্যমে, কোন চরিত্রে তিনি কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, দর্শকদের মাধ্যমে পৌঠে যাওয়া তাঁর মূল উদ্দেশ্য। অভিনেত্রীর ঐতিহাসিক চরিত্র বরাবরের পছন্দের। নিজের কাজে বরাবর মন দিয়েছেন অভিনেত্রী। বলাই চলে, নতুন সিরিয়াল নিয়ে তিনি খুব উচ্ছসিত।

Related Articles