বড়পর্দায় এবার ভারত-চিন সংঘাত, মুখ্য ভূমিকায় সলমন
India-China conflict on the big screen, Salman in the lead role

Truth Of Bengal: সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ভাইজান সলমন খানের। বিগত কয়েক বছরে তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘সিকন্দর’ আশার আলো দেখিয়েও সাফল্য আনতে পারেনি। তাতে কি? দমে যাওয়ার পাত্র তো নন ভাইজান। তাই এবার সলমনের ভরসা দেশাত্মবোধক ছবি। সূত্রের খবর, এবার দাপুটে সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সলমন। ছবির প্রেক্ষাপট হতে চলেছে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাত।
বলিউড সূত্রে খবর, গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন অপূর্ব লাখিয়া। ছবিতে মুখ্য ভূমিকায় সেনা জওয়ানের চরিত্রে সলমন খান। ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে সলমনের সঙ্গে কথা হয়েছে। সলমনের নাকি এই চিত্রনাট্য বেশ মনে ধরেছে। সেনা আধিকারিকের চরিত্র শুনে ভাইজানও বেশ উচ্ছ্বসিত।
সব ঠিক থাক থাকলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে সলমনের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তবে ২০২৩ সালের ইদে মুক্তি পায় সলমন খান অভিনীত ‘টাইগার থ্রি’, যার প্রথম দিনের কালেকশন ছিল ৫৩.৩ কোটি। আর চলতি বছর ৩০ মার্চ ইদ উপলক্ষে বিশ্বব্যাপি মুক্তি পেয়েছিল সলমনের ‘সিকন্দর’। কিন্তু সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখন দেখার দেশাত্মবোধক ছবিতে ভর করে সলমনের ক্যারিয়ারের খরা কাটে কিনা।