বিনোদন
Trending
প্রথম ঝলকে ‘দেবারা পার্ট ওয়ান’, লিড রোলে জুনিয়ার এনটিআর
In the first glimpse of 'Debara Part One', Junior NTR in the lead role

The Truth Of Bengal: প্রত্যাশা আগেই ছিল, সেইমতো সোমবার মুক্তি পেল জুনিয়র এনটিআর-এর বিগ বাজেট ছবি দেবারা পার্ট ওয়ানের প্রথম ঝলক। আগামি ৫ই এপ্রিল প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে ছবিটি।এই ছবির সৌজন্যে প্রথমবার দক্ষিণি ছবিতে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর।
সম্পূর্ণ ছবিটি দুটিভাগে বড় পর্দায় মুক্তি পাবে। জুনিয়র এনটি আর-এর সঙ্গে বলিউডের সইফ আলি খানকে দেখা যাবে এই ছবিতে। এছাড়াও প্রকাশরাজ এবং যীশু সেনগুপ্তকে দেখা যাবে দেবারা পার্ট ওয়ান-এ।
Free Access