মায়ের অবর্তমানে দাদার বিয়ে দিয়ে দায়িত্ব পালন করলেন অপরাজিতা আঢ্য
In the absence of the mother, Aparajita Adhya fulfilled the responsibility by marrying the grandfather

The Truth Of Bengal: মায়ের অবর্তমান কালে নিজেই মায়ের ভূমিকা পালন করলেন অপরাজিতা আঢ্য। মাতৃবিয়োগের কষ্টকে সঙ্গী করে নিজে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিয়ে সমস্ত দায়িত্ব পালন করলেন তিনি।বয়সের তোয়াক্কা না করেই বিয়ে সারলেন অপরাজিতার দাদা। শুক্রবার দাদার বিয়ে দিয়ে দায়িত্ব সারলেন এবং মাকে খোলা চিঠি লিখলেন, কর্তব্যপরায়ণ অপরাজিতা।অপরাজিতা আঢ্যর মা একজন ঠিকঠাক পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন বলে নিজেই মনের মতো পাত্রী বাছাই করে রেখেছিলেন।
কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেলো ছেলের আর বিয়ে দেওয়া হল না, বিয়ের আগেই মারা যান অপরাজিতার মা।তবে মায়ের স্বপ্ন পূরণ করতে শেষমেশ অপরাজিতাকেই এগিয়ে আস্তে হয় ।কিছুদিন আগেই দাদা-বউদির জন্য আইবুড়োভাতে মহাভোজের আয়োজন করেছিলেন অভিনেত্রী। শুক্রবার দাদার শুভ পরিণয়ের দিন লাল বেনারসিতে দেখা গেলো অভিনেত্রীকে। গত হওয়া মায়ের উদ্দেশ্যে অপরাজিতা লিখেছেন, মা এটা তোমার গল্প।বেঁচে থাকতে কোনদিনই সুখ পাওনি। ছেলেকে নিয়ে সবসময় চিন্তার মধ্যে দিন কেটেছে তোমার। কী হবে তোমার ছেলেটার? যদিও তোমার মেয়ে তোমার পাশে আছে। তা জেনেও তুমি নিশ্চিত হতে পারতে না। তুমি না থাকলে ছেলে একা কী করে বাঁচবে সারাক্ষণ ছেলেকে নিয়ে এই চিন্তা তোমাকে তাড়া করে বেড়াতো। কারন তুমি কখনই একা থাকাতে বিশ্বাসী ছিলে না। তুমি অসম্ভব ভাবে বিয়েতে বিশ্বাসী ছিলে। তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না।
এই পৃথিবীতে বাঁচার জন্য একজন সঙ্গীর খুব প্রয়োজন হয়।তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি। কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি। আসলে সময়ের আগে কিছুই হয় না। সেটা তুমিও জানতে কিন্তু মানতে না। মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রীর সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক। সেই পোস্টেই অপরাজিতার আরও বলেছেন, “আজ বোধহয় তুমি সব থেকে বেশি শান্তি পেয়েছ যে, তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ। আর আমার শান্তি আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম, সবটা পালন করতে পারলাম। এখনও অনেক পথ বাকি, আমি আছি। আমি থাকব। প্রণাম নিও মা আজ তুমিও যতটা খুশি, তোমার ছেলেও ততটা খুশি আজকে।“ অভিনেত্রীর এইরকম পোস্ট দেখে আনদের সহিত কুর্নিশ জানিয়েছে তাঁর অনুরাগীরা।