বিনোদন

ফের পরিচালকের সিটে ইমতিয়াজ

Imtiaz in the director's seat again

The Truth Of Bengal : বলিউডের নতুন ছবি অমর সিং চমকিলা। আর এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের হিট পরিচালক ইমতিয়াজ আলি। দিলজিত দোসাঞ্জ ও পরিণতি চোপড়াকে দেখা যাবে এই ছবির মুখ্য ভূমিকায়। এই ছবিটি মুক্তি পাবে আগামি মাসে। তার আগে প্রকাশ্যে এল ছবির প্রথম গান ইশক মিটিয়া। অস্কার জয়ী সুরকার এ আর রহমানের সুরে এবং মোহিত চৌহানের গলায় কেমন হল এই নতুন গানটি চলুন তাই এখন জেনে নিই।

 

Related Articles