
The Truth of bengal: এই মুহুর্তে মাতৃত্ব উপভোগ করছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সোশ্যাল দুনিয়ায় প্রায়সই নিজের ও তাঁর সদ্যজাত ছেলে কোয়ার ছবি শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু এবার প্রকাশ্যে নিজের চার মাসের বেবিবাম্পের ভিডিয়ো শেয়ার করলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে তিনি বলেছেন যে সন্তান সম্ভবা অবস্থার সময় তিনি দারুণ এনজয় করেছেন। আশা করি আপানাদেরও আমার এই ছবি ভাল লাগবে বলে সোশ্যাল পেজে ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন ইলিয়ানা।