
The Truth Of Bengal: আবারও নতুন ভাবে আসছে বড়ে মিয়া ছোটে মিয়া। এবার তারই অফিশিয়াল ট্রেলার রিলিজ হল। এই ছবিতে থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা। অক্ষয় কুমার মানেই কমেডি এবং অ্যাকশন থাকছে ভরপুর। ইদের সময় মুক্তি পাচ্ছে এই ছবিটি। বর্তমানে এই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।