বিনোদন
Trending

“সংসারটা আমাকেই টানতে হতো”, ‘দিদি নাম্বার 1’ এর মঞ্চে অকপটে মুখ্যমন্ত্রী

"I had to pull the family", candid CM on the stage of 'Didi No 1'

The Truth Of Bengal: এবার দিদি নাম্বার 1 এ মিলবে বাংলার দিদির দেখা। গত ২৫ ফেব্রুয়ারি ভাইরাল হয়েছিল দিদি নাম্বার ওয়ান এর প্রথম প্রমো। যেখানে দেখা যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সামনে এল দ্বিতিয় প্রমো।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নতুন একটি প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে অন্য মেজাজে রয়েছেন মুখ্যমন্ত্রী। শৈশবের স্মৃতিচারণা করতে করতে কখন মুখ্যমন্ত্রী ভাবে বিভোর হয়ে করেন আবার কখনো আনন্দের স্মৃতিতে মুখে হাসি ফুটে ওঠে তার। প্রমোতে মুখ্যমন্ত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন,”এত ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। সংসারটা আমাকেই টানতে হতো। তখন আমার ১০-১১ বছর বয়স। রাত তিনটে তে উঠে রান্না করে তারপর স্কুলে যেতাম। আমার ছোটবেলাটা হারিয়ে গিয়েছে।”

3rd মার্চের ‘দিদি নাম্বার 1’ শোয়েব দ্বিতীয় প্রোমোটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে কমেন্টের ঝড়। কেউ লিখছেন, ” একজন রাজনীতিক হিসেবে উনি সত্যিই অনেক কষ্ট করেছেন।একজন মহিলা হিসেবে লড়েছেন। এটা ঠিক, আমি কোনও রাজনৈতিক দলের সমর্থন করি না।” আবার কেউ লিখছেন, “উনি একজন মহিলা হিসেবে এবং একজন মানুষ হিসেবে অনেক স্ট্রাগল করেছে অনেক কষ্ট করেছে।”

প্রসঙ্গত, দিদি নাম্বার 1 এর প্রথম প্রোমোতে দেখা গেছিলো মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছিলেন সঞ্চালিকা রচনা ব্যানার্জি। এরপর প্রবেশ করেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।

FREE ACCESS

Related Articles