বিনোদন

AI দিয়ে কণ্ঠস্বর চুরিতে লাগাম টানতে অরিজিত সিংকে বড় নির্দেশ হাইকোর্টের

High Court directs Arijit Singh to curb voice theft with AI

The Truth Of Bengal: সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিত সিং। যার কণ্ঠের জাদুতে মেতেছেন আট থেকে আশি। টলিউড থেকে বলিউডে একের পর এক গান গেয়ে আমাদের উপহার দিয়েছেন।সংগীত শিল্পী অরিজিতের গলা যেন যাদুকাঠি । যার ছোঁয়াতেই গান হয়ে যায়  সুপারহিট। তা দুঃখের গান বা আনন্দের, যে ধরণেরই গান হোক না কেন ,সেই গান হিট না হয়ে উপায় নেই। তবে এখন বিজ্ঞানের যুগে গলা নকল করা হাতের মোয়া।সম্প্রতি ছবি নকল করা থেকে শুরু করে সই নকল করার মতো ঘটনা সামনে এসেছে।

তবে এসব চুরিবিদ্যা থেকে এবার AI প্রযুক্তি ব্যবহার করে গায়কের গানের গলা নকল করা রুখতে  বড় সিদ্ধান্ত নিল গায়ক অরিজিত। তড়িঘড়ি ছুটে গেলেন আদালতে।তাঁর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত স্বার্থে কোনওভাবেই একজন মানুষের ব্যক্তিত্বের অধিকারকে লঙ্ঘন করা যাবে না বলে বলে রায় দেয় আদালত। ২৬ জুলাই অরিজিতের করা পিটিশনের শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা বলেন,   ‘ সমালোচকদের বাক্য বিনিময় ও নিজের  মতামত জানানোর অধিকার থাকতে পারে কিন্ত বাণিজ্যিক লাভের জন্য একজন সেলিব্রিটির ব্যক্তিত্বকে কাজে লাগানোর অনুমতি দেওয়া যায় না’।

বিনা অনুমতিতে AI টেকনোলজি ব্যবহার করে অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই  অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।বলিউডের জনপ্রিয় এই গায়কের অভিযোগ ছিল, তাঁর অনুমতি ছাড়াই একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে।এখানেই দাঁড়ি পড়েনি,বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম গায়ক অরিজিতের ছবি, সই-সহ ব্যবহার করছে। এমনকি তাঁর নামে একাধিক ওয়েবসাইট চলছে। এইসবে লাগাম টানতেই শেষমেশ গায়ককে আদালতে ছুটতে হয়। আদালতের কাছে অরিজিতের আইনজীবী হিরেন কামোদ বলেন, তাঁর মক্কেল (অরিজিৎ) অনেকদিন থেকেই   কোনও ব্র্যান্ড এন্ডর্সমেন্টের সঙ্গে যুক্ত নন।  সঙ্গে বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কনটেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিতে হবে বলে আটটি অনলাইন প্ল্যাটফর্মকে  নির্দেশ দেন ।

 

 

 

 

 

Related Articles