বিনোদন

আসছে ‘হেরা ফেরি ৩’, শুরু হল শুটিং

'Hera Pheri 3' is coming, shooting has begun

Truth of Bengal: অপেক্ষার অবসান। শুরু হল  ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং। ছবিতে আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে অক্ষয় কুমার,সুনীল শেট্টি, পরেশ রাওয়ালকে। স্বাভাবিকভাবেই এই ত্রয়ীকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষা শেষ করেই শুরু হল  ‘হেরা ফেরি ৩’ এর শুটিং।

সূত্রের খবর, বুধবার থেকে মুম্বইয়ে বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি এই সিক্যুয়েল প্রসঙ্গে প্রিয়দর্শন সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘তৃতীয় পর্বের কাজ খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ দর্শকের প্রত্যাশা অনেকটাই। চরিত্রেরাও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবে। এমন ভাবে তৈরি করতে হবে তা যেন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।’’

গত কয়েক বছর থেকেই চলছিল ‘হেরা ফেরি ৩’ ছবির গুঞ্জন। এও শোনা গিয়েছিল ছবির তৃতীয় সিকুয়েলে দেখা যাবে না অক্ষয় কুমারকে। তবে সবটাই ছিল গুঞ্জন। ‘হেরা ফেরি ৩’ তে দেখা যেতে চলেছে রাজু, শ্যাম এবং বাবু এই ত্রয়ীর জাদুকে। উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবির সাফল্যের পর দর্শকের মনে জায়গা করে নিয়েছিল অক্ষয় কুমার-সুনীল শেট্টি-পরেশ রাওয়াল ত্রয়ী। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন ত্রয়ীর। তার পর প্রায় ২০ বছর সম্পূর্ণ হতে চলেছে। এখন ছবির ছবি আগের সিকুয়েলগুলোর মতোই ‘হেরা ফেরি ৩’ কতটা দর্শকমনে জায়গা করে নিতে পারে।

Related Articles