বিনোদন

আর্থিক সংকটে অসহায় রেহানা সুলতানা, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা  

Helpless Rehana Sultana in financial crisis, filmmakers extended a helping hand

Truth Of Bengal: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী রেহানা সুলতানের কার্ডিয়াক ভালভ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়েছে। অভিনেত্রী তার ভাইয়ের সাথে মুম্বাইতে থাকেন। এবং এই মুহুর্তে অভিনেত্রী আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এই কারণেই তার চিকিৎসা  করাতে বেশ বেগ পেতে হয়েছিল। তবে জানা যাচ্ছে, সেলিব্রিটি জগতের বেশ কয়েকজন তাকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তাঁর হার্টের সমস্যা ছিল বলেই জানা যাচ্ছে। অর্থের অভাবে অভিনেত্রী চিকিৎসা করাতে পারছিলেন না। তবে এই সময় তাঁর পাশে দাঁড়িয়েছে বড় বড় চলচ্চিত্র নির্মাতারা। ইতিমধ্যেই  রোহিত শেট্টি, রমেশ তৌরানি, জাভেদ আখতার সাহেব, রাজেন সাহনি, সুনীল বোহরা এবং বিপুল শাহ, রাজন শাহীকে ফোন করে অভিনেত্রীর শরীরের খবর নিয়েছেন বলেও জানা যাচ্ছে। এমনকি অভিনেত্রীর চিকিৎসার জন্য তাঁরা হাসপাতালের অ্যাকাউন্টে অর্থও খরচ করেছেন।

এতদিন টাকার অভাবে অভিনেত্রীর চিকিৎসা ব্যহত হচ্ছিল। কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতেই মঙ্গলবার অভিনেত্রীর ভালভ প্রতিস্থাপন সার্জারি করা হয়েছে। ধীরে ধীরে অভিনেত্রী কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। কিছুটা সুস্থ বোধ করলেও এখনও রেহানা কে আইসিইউতেই রাখা হয়েছে। জানা  যাচ্ছে, এখনও বেশ কয়েকদিন অভিনেত্রীকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে। ৭৪ বছর বয়সী রেহানা ১৯৭০র ছবিতে দাপিয়ে কাজ করেছেন। এই ছবিটি করে রেহানা শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।