বাঙালিয়ানার প্রতিভূ রশিদ, মনেপ্রাণে ছিলেন বাঙালি! জানালেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা
He was Bengali at heart! Music artist Heimanti Shukla said

The Truth Of Bengal: উত্তর প্রদেশে জন্ম হলেও উস্তাদ রশিদ খান আদ্যোপান্ত বাঙালি ছিলেন। এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি একজন বাঙালি। এর কারণেই গতবছর পদ্মশ্রী পুরস্কার নেওয়ার সময় তাঁকে উত্তরপ্রদেশের শিল্পী বলে উল্লেখ করার তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর কর্মস্থল এই বাংলা। তিনি দীর্ঘদিন ধরে তিনি বাংলায় আছেন। যেখানেই তিনি যেতেন নিজেকে বাঙালি বলে পরিচয় দিতেন। এবং বাঙালিদের মতন পান খেতে ভালবাসতেন তিনি। এমনই জানিয়েছেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। উত্তরপ্রদেশে বদায়ুঁতে জন্ম হয় শিল্পী রশিদের। ঘরানা ছিল রামপুর-সাসওয়ান। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন রশিদের দাদু তথা এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। এরপর নিজের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহেবের থেকেও তালিম পেয়েছেন রশিদ। পরবর্তীকালে তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে নিজের নাম উজ্জ্বল করেন রশিদ খান।
উল্লেখ্য, যে দুই শিল্পীর ওস্তাদি গায়ন অনুপ্রাণিত করেছিল রশিদ খানের সঙ্গীত জীবনকে, তাঁদের অন্যতম ভীমসেন যোশী। দ্বিতীয় মানুষটির সঙ্গে আবার বাংলার গভীর যোগ, তিনি উস্তাদ আমির খান।শহর কলকাতা ছিল যাঁর সাধনস্থল। এরপর তিনিও একটা সময়ে বাংলার মানুষ হয়ে যান! চলতি শতাব্দীর প্রথম দশক থেকেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী ভারতীয় রাগ সঙ্গীতের অন্যতম মুখ হয়ে ওঠেন। উত্তরপ্রদেশে থেকে বাংলা, দেশ থেকে দুনিয়া… বিভিন্ন প্রান্তে সঙ্গীত ভক্তরা মুগ্ধ হন রশিদ খানের সুমধুর কণ্ঠের। বিলম্বিত খেয়ালে বিশেষভাবে পারদর্শী ছিলেন এই শিল্পী।
শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক হলেও রশিদ ছিলেন আশ্চর্য ব্যতিক্রম, শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি তাঁর জাদুকণ্ঠের ছোঁয়া পায় বলিউডের বেশকিছু সিনেমার গানও। ফলে সহজেই ধ্রুপদী সঙ্গীতের ‘শিক্ষিত’ শ্রোতাদের বাইরেও বেড়ে ওঠে তাঁর ভক্তকুল। তাঁর গাওয়া জব ইউ মেট ছবির ‘আওগে যব তুম সাজনা’-র মতো একাধিক হিন্দি গানও এখনো প্রতিটা বাঙালির মুখেমুখে ঘোরে। তাই তিনি বাংলার। একান্ত আপন এক বাঙালি উস্তাদ। তাই মহান এই শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ আপামর বাঙালি।
FREE ACCESS